
মায়া এমন একটা জিনিস,
যা হাসিখুশি মানুষকেও একা থাকতে শিখিয়ে দেয়।
ভালোবাসা সবসময় কাছে টানে না,
অনেক সময় ছেড়ে দিয়েও ভালোবাসতে হয়।
পকেট ভর্তি রাখো যদি থোকা থোকা ফুল
ভালোবেসে করবে তুমি জীবনের বড় ভুল
থাকে যদি পকেট ভর্তি কোটি টাকার নোট
জনে জনে করতে চাইবে হৃদয়ের ঐক্যজোট।
পাগলী আমার ঘুমিয়ে পড়েছে
মুঠোফোন তাই শান্ত,
আমি রাত জেগে দিচ্ছি পাহারা
মুঠোফোনের এই প্রান্ত ।
এ কথা যদি সে জানতো ?
আমি আর বলিনি কথা
সে-ও নেয়নি খোঁজ!
এককালে ভালোবাসতাম খুব
খবর নিতাম রোজ।
চোখ তোমার বড়ো বড়ো,
ঐ মাঝারি কালো,
মুখের সাথে নাকের গড়ন
মিলেছে অনেক ভালো।
মাথায় দিবো কাঠগোলাপ,
থাকবে চাদের আলো,
জ্যোৎস্না যদি নিভে যায়
বলবে আগুন জ্বালো।