প্রিয়তমা দুখের কবিতা

Sunil Mishra
0
প্রিয়তমা দুখের কবিতা

প্রিয়তমা

Poet Image Poet Image

- আর্ণব মিশ্র

📜

নীরবেই অভিমান নিভৃতে ই,
করছো তিলে তিলে নিজেকে শেষ।
কেন বলো...

পৃথিবীতে কেউ কারও নয়,
হয়ে গেছে ভালোবাসার ই নিঃশেষ।
বন্ধু ভেঙে ফেলো এই কারাগার!
খুলে দাও সে হৃদয়ে প্রণয়ের দ্বার।
হতেও পারে এই দেখা শেষ দেখা!
হতেও পারে এই গান ই শেষগান...।

Post a Comment

0Comments

Post a Comment (0)

আমাদের নতুন পোস্টের নোটিফিকেশন পেতে "OK" প্রেস করুন